নিউজ ডেস্ক: মহাকাশে যাচ্ছেন আমেরিকান পপ তারকা কেটি পেরি! ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে চড়ে তিনি ও আরও পাঁচজন নারী মহাকাশ অভিযানে অংশ নেবেন। ‘NS-31’ নামের এই মিশনটি প্রথম সম্পূর্ণ মহিলা মহাকাশ অভিযান হতে চলেছে। কেটি পেরির সঙ্গে থাকবেন নাসার প্রাক্তন বিজ্ঞানী আইশা বো, বিজ্ঞানী আমান্ডা নওয়েন, সাংবাদিক গেইল কিং, প্রযোজক কেরিয়ান ফ্লিন এবং জেফ বেজোসের বাগদত্তা লরেন সানতেজ। ১১ মিনিটের এই মিশনে তারা ১০০ কিলোমিটার উচ্চতায় গিয়ে ওজনহীনতা অনুভব করবেন। এটি আগামী প্রজন্মের নারী মহাকাশচারীদের অনুপ্রাণিত করতে ব্লু অরিজিনের এক ঐতিহাসিক উদ্যোগ।
৪০ বছর বয়সী কেটি পেরি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা। ২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর তিনি ৫ বার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ও ৫ বার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন। এবার সংগীত জগতের পর মহাকাশ জয়ের পথে হাঁটছেন তিনি। এই মিশনের সাফল্য মহাকাশ গবেষণায় নারীদের আরও সামনে এগিয়ে নেওয়ার এক অনন্য নজির স্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে।