নিউজ ডেস্ক: ভাতা বৃদ্ধি ও নির্দিষ্ট সময়ে ভাতা প্রদানের দাবিতে শুক্রবার বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দিলেন আশা কর্মীরা। তাদের অভিযোগ, বর্তমান ভাতা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, প্রতিমাসে ঋণ করতে হচ্ছে, তার ওপর বকেয়া ভাতা ক্রমশ বাড়ছে। আশা কর্মীদের দাবি, গত ৩ থেকে ৫ মাসের ভাতা বকেয়া রয়েছে। অবিলম্বে এই বকেয়া মেটানো, মাসিক ভাতা ১৫ হাজার টাকা করা, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ মোট ৭ দফা দাবিতে তারা এদিন আন্দোলনে নামেন। দাবি পূরণ না হলে সমস্ত কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা।
আশা কর্মীদের বক্তব্য, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় তাদের দায়িত্ব ও কাজের পরিধি অনেক বেড়েছে। সরকারি বিভিন্ন টিকাকরণ কর্মসূচি, গর্ভবতী মহিলাদের প্রসব নিশ্চিত করা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমীক্ষার দায়িত্ব তাদের ওপর বর্তায়। কিন্তু তাদের বেতন ও সুবিধা-অসুবিধার বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। বাঁকুড়া স্বাস্থ্য জেলায় প্রায় ১৬০০ আশা কর্মী রয়েছেন। তাদের অভিযোগ, দায়িত্ব বাড়লেও মাসিক মাত্র ৫২৫০ টাকা ভাতা দেওয়া হয়, যা নিয়মিত মেলে না। বর্তমানে ৩ থেকে ৫ মাসের ভাতা বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে তাদের ভাতা বৃদ্ধি ও নিয়মিত প্রদানের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে জেলাজুড়ে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।