নিউজ ডেস্ক: শুশুনিয়া পাহাড়ে ফের আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয় সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার সকালে শুশুনিয়া পাহাড়ের একটি অংশে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়েই বন দফতরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামেন। তবে শুক্রবার পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের শুকনো ঝরা পাতায় প্রথমে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে গোটা পাহাড় ধোঁয়ায় ঢেকে যায়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অগ্নিকাণ্ডে পাহাড়ের জীববৈচিত্র্য, বিরল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর ব্যাপক ক্ষতি হয়।
পরিবেশবিদদের বক্তব্য, মাত্র দু’বছরের ব্যবধানে শুশুনিয়া পাহাড়ে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, যা যথেষ্ট উদ্বেগজনক। ২০২৪ সালে শেষবার এই পাহাড়ে ভয়াবহ আগুন লেগেছিল, যা নিয়ন্ত্রণে আনতে বন দফতরকে ৩-৪ দিন ধরে প্রচেষ্টা চালাতে হয়েছিল। সেই ঘটনার পর বন দফতরের নজরদারির ফলে গত বছর আর কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে ফের আগুন লাগার ঘটনা ঘটায়, বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।
বন দফতরের কর্মীরা ব্লোয়ারের সাহায্যে পাহাড়ের শুকনো পাতার স্তূপ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুনের কারণ এখনও স্পষ্ট নয়। পরিবেশবিদদের মতে, এই ঘটনার পেছনে কোনও অসাবধানতা বা নাশকতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। যথাযথ তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।