নিউজ ডেস্ক: রেললাইনের উপর নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। শুক্রবার সকালে স্থানীয়রা রেললাইনে পড়ে থাকা এক যুবকের মৃতদেহ দেখতে পান। মৃতের নাম বিকাশ ওঝা (২২), বাড়ি গঙ্গাজলঘাটি থানার ঘটকগ্রামে। পরিবারের সদস্যদের মতে, কিছুদিন আগে এক দুর্ঘটনায় তাঁর বাবা বিশ্বনাথ ওঝা প্রাণ হারান। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব এসে পড়ে বিকাশ ও তার ছোট ভাইয়ের উপর।
বিকাশ মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের এক ঠিকা সংস্থায় জেসিবি অপারেটর হিসেবে কাজ করতেন। গত বছরের দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। এর ফলে ডান হাত অবশ হয়ে যায়। ভেলোরে চিকিৎসা চললেও তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন বিকাশ। শুক্রবার সকালে রানিগঞ্জ-এমটিপিএস রেলপথের দুর্লভপুর এলাকার ডাবলুবিএল কেবিন সংলগ্ন রেললাইনের উপর তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। স্থানীয়দের অনুমান, ডিভিসি মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের কয়লাবাহী মালগাড়ির চাকায় কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি, পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।