নিউজ ডেস্ক: বসন্তেও দক্ষিণবঙ্গে ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, শনিবার সকালেও মৃদু শীতের আমেজ অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে গরম বাড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অর্থাৎ দোল এবং হোলি উৎসবের আগেই চড়তে পারে পারদ। রাতেও গরম অনুভূত হবে। ১০ মার্চের পর তাপমাত্রা আরও বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের।
অন্যদিকে, প্রাক বসন্ত উৎসবে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা একই রকম থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায়। সোমবার শুষ্ক আবহাওয়া থাকার পর উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই চার জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবারের পর উত্তরবঙ্গেও তাপমাত্রা লক্ষ্যনীয় ভাবে বাড়তে পারে।
অন্যদিকে কলকাতার তাপমাত্রা গত ২৪ ঘণ্টা আগেও ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। ফলে শরীরে ঠান্ডার অনুভূতি লাগছিল। তবে আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির অনেকটাই বদল ঘটবে বলে ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও গরম বাড়তে পারে। তার আগে শনিবার কলকাতায় বাড়ল নূন্যতম তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। অতএব বসন্ত উৎসবের আগেই বসন্তের আমেজ গায়েব হতে চলেছে কলকাতায়।