নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তির ক্ষমতায়নে জোর দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতিতে অটল রয়েছে কেন্দ্রীয় সরকার। ৮ মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়।
এই উপলক্ষ্যে শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “আন্তর্জাতিক নারী দিবসে, আমাদের দেশ গঠন ও শক্তিশালীকরণে ভারতের নারী শক্তির অপরিসীম অবদানের জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সরকার জীবনের সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতিতে অটল রয়েছে।”