নিউজ ডেস্ক: শুরু কোথায়? ১৮৫৭ সালে নিউইয়র্কে সুতো কারখানার মহিলা শ্রমিকদের আন্দোলন।
প্রথম সম্মেলন: ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন।
নেতৃত্বে ক্লারা জেটকিন: জার্মান কমিউনিস্ট নেত্রী ক্লারা জেটকিন নারী আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক।
৮ মার্চ কেন? ১৯১০ সালে কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে ৮ মার্চকে নারী দিবস হিসেবে নির্ধারণ করা হয়।
ভারতের নারীদের ভূমিকা: কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরা, সুফিয়া কামাল থেকে ইন্দিরা গান্ধী—নারী নেতৃত্বের অগ্রযাত্রা।
আধুনিক নারীর সাফল্য: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ক্রীড়াঙ্গনে সানিয়া মির্জা, মেরি কম, শিক্ষাক্ষেত্রে গায়েত্রী চক্রবর্তী স্পিভাক, গীতা গোপীনাথ – আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ।
নারী দিবসের লক্ষ্য: সমাজে নারীর অধিকার, সমতা ও অবদানের স্বীকৃতি দেওয়া।