নিউজ ডেস্ক: পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার আলডিগ্রামে জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে স্বামী রূপ কুমার বাউরির (৪১) ঝুলন্ত মৃতদেহ। ওই একই ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় পড়েছিল তাঁর স্ত্রী মালা বাউরির (৩৬) দেহ। পুলিশ মৃতদেহ দু’টি দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় সূত্রের খবর, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। দুজনেই ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। কীভাবে তাঁদের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।