নিউজ ডেস্ক: জামিন মামলার শুনানির ক্ষেত্রে বড়সড় বদল আসতে চলেছে কলকাতা হাইকোর্টের কার্য প্রণালীতে। দেশের অন্য কোনও হাইকোর্টে যাবতীয় ফৌজদারি মামলা শোনে সিঙ্গল বেঞ্চ। কিন্তু, কলকাতা হাইকোর্টে এতদিন তা শুনত ডিভিশন বেঞ্চ। এই ধারাই এবার পরিবর্তন হচ্ছে। দেশের অন্য হাইকোর্টগুলির মতো এবার কলকাতা হাইকোর্টেও যাবতীয় ফৌজদারি মামলা শুনবে সিঙ্গল বেঞ্চ। শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
এক্ষেত্রে জামিন সংক্রান্ত মামলা বলতে বোঝানো হয়েছে – যে কোনও ধরনের জামিনের আবেদন (যেমন – অন্তর্বর্তী বা আগাম জামিন-সহ ), জামিন বাতিলের পালটা মামলা প্রভৃতি সবকিছুই। তবে, এক্ষেত্রে কিছু ব্যতিক্রমও থাকছে। কী সেটা? সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কোনও আসামী মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত হন কিংবা যেসমস্ত আসামী কোনও মামলায় ন্যূনতম ৭ বছরের কারাদণ্ড পেয়েছেন, তাঁরা যদি নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেন, তাহলে সেই মামলার শুনানি ডিভিশন বেঞ্চেই হবে।
কলকাতা হাইকোর্টে এই প্রথম বিশেষ এই পরিবর্তন হল। হাইকোর্টের আইন অনুযায়ী, এত দিন ফৌজদারি মামলায় আগাম জামিনের আবেদন শুনত ডিভিশন বেঞ্চ। দেশের অন্য কোনও হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ যাবতীয় ফৌজদারি মামলা শোনে। এবার সেই পরিবর্তন এই হাইকোর্টেও।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট। কারণ, কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। ১৮৬২ সালে স্থাপিত হওয়া এই আদালত ভারতের অন্যতম চাটার্ড হাইকোর্টও বটে। সেই কারণেই এখানকার বিধি অন্য়ান্য আদালতের থেকে আলাদা। এবার জামিন মামলার শুনানির ক্ষেত্রে অন্তত সেই বিধিতে বদল আনা হল।