নিউজ ডেস্ক: বিতর্কিত মন্তব্যের কারণে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া ইউটিউবার ও পডকাস্টার রণবীর এলাহাবাদিয়াকে শুক্রবার অসম পুলিশের মুখোমুখি হতে হল। গুয়াহাটির এক থানায় প্রায় চার ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জেরার সময় রণবীর তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে যেকোনো তদন্তের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এই ঘটনার সূত্রপাত হয় রণবীরের এক পডকাস্টের বিতর্কিত মন্তব্যকে ঘিরে, যা সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাঁর বিরুদ্ধে অসমসহ দেশের একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়। বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের মুখোমুখি হয়ে তিনি দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করার প্রতিশ্রুতি দেন।
অসম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় আরও চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, যার মধ্যে বিতর্কিত শো-এর তিন প্রতিযোগীও রয়েছেন। তবে তাঁরা বর্তমানে বিদেশে থাকায় হাজির হতে পারেননি। তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
এদিকে, রণবীরের পুলিশি জেরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, তাঁকে ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছে পুলিশ। এই ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশ কি অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে? যদিও অসম পুলিশের দাবি, জেরা প্রক্রিয়া নিয়ম মেনেই হয়েছে।
এখন দেখার বিষয়, এই বিতর্ক কতদূর গড়ায় এবং রণবীরের ভবিষ্যৎ কেরিয়ারে এর কী প্রভাব পড়ে।