নিউজ ডেস্ক: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দেশ। সে বার ভারত হেরেছিল। এ বার তারা বদলা নেওয়ার জন্য তৈরি। ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ অর্থাৎ রবিবার। এই ম্যাচটি খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ২টোর সময়।
আর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতই যে জিতবে, সে বিষয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ফাইনাল ম্যাচ সম্পর্কে শনিবার কলকাতায় সৌরভকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “ভারতীয় টিমকে শুভকামনা। এটি একটি ভালো দল এবং আমরা আশা করি ভারতীয় টিম ভালো খেলবে। যদি আমরা ভালো খেলি, আমরা জিতবই।”
প্রসঙ্গত, প্রথম সেমিফাইনালে ভারত রান তাড়া করে ১১ বল হাতে রেখে ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। ওদিকে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে কিউয়িরা ফাইনালে। টুর্নামেন্টের সেরা দুই দল এবার শিরোপা জেতার লড়াইয়ে।
এ বার লড়াই ট্রফির জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। গ্রুপ পর্বে তারা একে অপরের বিরুদ্ধে খেলেছে। এ বার মুখোমুখি ফাইনালে। দুবাইয়ের সেই ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। সমর্থকেরা যেমন এই ম্যাচ নিয়ে চর্চায়, তেমনই ফাইনালের দিকে নজর রয়েছে ক্রিকেটারদেরও।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড
ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ন্যাথন স্মিথ, জেকব ডাফি, ম্যাট হেনরি, উইল ও’রোর্ক ও কাইল জেমিসন।
ভারত বনাম নিউজিল্যান্ড মিনি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচটি ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-২ এবং স্পোর্টস-১৮ ওয়ান চ্যানেলে। টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে।
তবে সমর্থকদের দৃষ্টি রয়েছে আবহাওয়ার দিকে। কেমন থাকবে রবিবারের আবহাওয়া? এখনও পর্যন্ত ভারত চারটি ম্যাচই খেলেছে দুবাইয়ে। কোনও ম্যাচেই বৃষ্টি হয়নি। তবে দুপুরে খেলা শুরু হওয়ার সময় বেশ গরম থাকে। রবিবারও সেটাই থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারা দিনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয় সময় দুপুর ১টা থেকে খেলা শুরু হওয়ার কথা। সেই সময় ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ বেশ গরম। তবে যত খেলা গড়াবে ততই তাপমাত্রা কমতে থাকবে। খেলা শুরু হওয়ার সময় আকাশ পরিষ্কার থাকলেও দুপুর ৩টে থেকে আকাশে মেঘ জমার কথা রয়েছে। তার পর থেকে সারা দিনই আকাশে মেঘ থাকার কথা। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
অন্যদিকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই অবসর নিতে পারেন ভারতের তিন মহাতারকা। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পরে টি২০ ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। এই তিন তারকা এখন কেবল একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট খেলেন। যদিও টেস্টে বিরাট-রোহিতের ফর্ম নিয়ে কম সমালোচনা হয়নি। একদিনের ক্রিকেটে রবিবার ভারত জিতুক বা হারুক একদিনের ক্রিকেট ছাড়তে পারেন তিন সিনিয়র ক্রিকেটার। এখন আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ম্যাচ টেস্ট এবং টি২০-র তুলনায় কম খেলা হয়। একদিনের ক্রিকেট বিশ্বকাপ আবার সেই ২০২৭ সালে। তখন রোহিতের বয়স হবে ৩৯ বছর। বিরাট এবং জাডেজার বয়স হবে ৩৮ বছর। তাই তাঁরা সেই বিশ্বকাপ না-ও খেলতে পারেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই অবসর নিতে পারেন তাঁরা।