নিউজ ডেস্ক: আগামী মঙ্গলবার রবীন্দ্র সরোবরের ১২ নম্বর গেটের সামনে (রামকৃষ্ণ মিশনের কাছে) সরোবরপ্রেমী সকল মানুষের প্রতিবাদী সমাবেশ হবে।
পরিবেশবিদ সোমেন্দ্রমোহন ঘোষ শনিবার এ খবর জানিয়ে বলেন, “রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণ চলছেই, জলের গভীরতা মেপে ড্রেজিং হলো না, জাতীয় সরোবরে শব্দ, বায়ু, জল দূষণ, সামাজিক উৎসব পালন হচ্ছে। লেক সংরক্ষণের নামে মিথ্যাচারের প্রতিবাদে এই সমাবেশ হবে।
আর্থিক বা কোনও উদ্দেশ্যে শুধুই ক্লাবগুলোকে অনুমতি প্রদানের মাধ্যমে জাতীয় সরোবরকে দূষিত করা বন্ধ হোক। সরোবর এর জীব বৈচিত্র রক্ষা করতে হবে। জাতীয় পরিবেশ আদালতের আদেশ মানতে হবে। রবীন্দ্র সরোবরকে ক্লাব সরোবর হতে দিচ্ছি না দেবো না। লেকের ভেতর সামাজিক উৎসব বন্ধ হোক।
পরিবেশবিদ সমীর বোস জানিয়েছেন, “সরোবর সংরক্ষণের দায়িত্বে থেকেও কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের, যেখানে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সরোবরের কয়েকটি ক্লাবকে সরোবরের মধ্যে দোল উৎসব পালনের জন্য ছাড়পত্র দেবার, বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য এই সমাবেশ। সবার উপস্থিতি এই অন্যায়ের অবসান ঘটাবে।