নিউজ ডেস্ক: শীত বিদায় নিলেও ঠাণ্ডার রেশ যেন গিয়েও যাচ্ছে না। শীতের শিরশিরানি নিয়েই ফের এক নতুন সপ্তাহের শুরু। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দোল পর্যন্ত একটু একটু করে তাপমাত্রা বাড়বে। তবে দোলের পর থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া শুষ্কই। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মহানগরী কলকাতাতেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত রয়েছে। কোনও দিন বাড়ছে, আবার কোনও দিন কমছে তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই গরমও বাড়বে, তা বলাইবাহুল্য। সোমবার থেকেই অবশ্য তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
তবে, দোলে উত্তরবঙ্গে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পঙের দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। দোলের আগেই ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার পারদ।