নিউজ ডেস্ক: ফাল্গুন মাস চলছে। বিয়ের মরশুম, তাই কেনাকাটা চলছে জোরকদমে। তবে বিয়ের শপিংয়ে সবথেকে চিন্তা বাড়াচ্ছে সোনার দাম। বছরের শুরু হতে না হতেই ৮০ হাজারের গণ্ডি পেরিয়েছে সোনার দাম। বছরের শেষে সেই দাম ১ লাখ টাকায় পৌঁছে যাবে বলেই আশঙ্কা। তবে দাম যেমনই হোক, বিয়ের মরশুমে সোনার চাহিদা তো থাকবেই। দেখে নেওয়া যাক আজ সোনার দাম কত।
মার্চের এক সপ্তাহ কাটতেই কিছুটা হলেও কমেছে সোনার দাম। রুপোর দামও সামান্য কমেছে।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৩৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৩৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছো ৮ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৭৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৭ হাজার ৭১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৭৭ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের সোনাও সস্তা হয়েছে কিছুটা। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৫৭৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৫ হাজার ৭৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৫৭ হাজার ৭০০ টাকা। একদিনেই ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৯ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।