নিউজ ডেস্ক: রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিজেপি পরিষদীয় দলের অবস্থান কী হবে? তা নিয়ে সোমবার বেলা ৩টেয় বিজেপি পরিষদীয় দলের বৈঠক করার কথা।
এবারের বাজেট অধিবেশনে চার ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির। এর মধ্যে প্রথমটিই হল ভোটার কার্ড ইস্যু। ডুপ্লিকেট এপিক নম্বর ইস্যুতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছেছে।
কিন্তু অন্যদিকে ৩০ দিনের জন্য সাসপেন্ড হওয়ায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম কয়েকদিন থাকতে পারবেন না শুভেন্দু, অগ্নিমিত্রারা। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিজেপির বিধায়করা কোন কোন ইস্যুতে সুর চড়ান, সেদিকেই নজর থাকছে রাজনীতির কারবারিদের। তাঁদের মতে, সোমবারের বৈঠকের পরে হয়ত বিজেপির কৌশল সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তবে সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন স্বাভাবিক কাজকর্মে বিজেপি বিধায়করা অংশ নেবেন বলে সূত্রের খবর।
বিধানসভা সূত্রের খবর, এদিন অধিবেশনের প্রথম অর্ধে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। সম্প্রতি মৃত্যু হয়েছে গায়ক প্রতুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে শ্রদ্ধা জানানো হবে। পরের দ্বিতীয় ভাগে শুরু হবে দফতর ধরে ধরে আলোচনা। এই সপ্তাহে অধিবেশন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার দোল উৎসবের ছুটি থাকবে। পরে শনি ও রবিবার ছুটির দিনে অধিবেশন বসবে না। একইভাবে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে অধিবেশন।
প্রসঙ্গত, এবারের অধিবেশন আরও তাৎপর্যপূর্ণ হতে চলেছে ৷ কারণ, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে একাধিক আইনের সংশোধনী আনা হতে পারে। শাসকদল চাইছে এই অধিবেশনে গুরুত্বপূর্ণ আইন সংশোধন করতে, যা রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোকে প্রভাবিত করতে পারে।