নিউজ ডেস্ক: গত শনিবার আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্বামী নারায়ণ মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতী। মন্দির ভাংচুরের পাশাপাশি সেখানকার দেওয়ালে কুমন্তব্য লেখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এমনকি দুষ্কৃতীরা হিন্দু বিরোধী বৈষম্যমূলক মন্তব্যও মন্দিরের দেওয়ালে লিখে দিয়ে যায় বলে অভিযোগ। যদিও হামলার ঘটনায় কারা যুক্ত পুলিশের তরফে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও, স্থানীয়দের দাবি খলিস্তানিরাই এই কাণ্ড ঘটিয়েছে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। আর এবার এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল ভারত।
বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে মন্দিরে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মন্দিরগুলির নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে।
এ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ধরণের হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারত। স্থানীয় প্রশাসনের কাছে আর্জি যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি সকল ধর্মীয়স্থানগুলির নিরাপত্তাও নিশ্চিত করা হোক, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি হিন্দু সংগঠন বিএপিএস-এর তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘ফের আর এক হিন্দু মন্দিরে ভাঙচুর করা হয়। এইবার চিনো হিলস, ক্যালিফোর্নিয়ায়। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সম্প্রদায়ের সঙ্গে একজোট হয়ে আমরা এই ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমাদের মানবতা এবং বিশ্বাস শান্তি ফিরিয়ে আনবে।’
যদিও স্বামী নারায়ণ মন্দিরে হামলার ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়া বিএপিএস মন্দির ও নিউইয়র্কের এক মন্দিরে হামলার ঘটনা ঘটে। প্রতিবারই হামলার ঘটনায় খলিস্তানিদের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। তবে বার বার এই ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে তেমন কোনও পদক্ষেপও নেওয়া হয়নি বলে অভিযোগ। অবশেষে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল ভারত।