নিউজ ডেস্ক: দিল্লিতে খুন হলেন বছর ৩২-এর এক যুবক। রবিবার গভীর রাতে খুন হন রোহিত নামে ৩২ বছরের এক যুবক। রোহিতের খুনে ক্ষিপ্ত তাঁর পরিবার। দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার রোহিতের পরিবারের সদস্যরা ২৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান। এই প্রতিবাদের জেরে প্রায় ৪ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ, অতিরিক্ত ডিসিপি বিনীত কুমার-সহ ঘটনাস্থলে পৌঁছন শীর্ষ পুলিশ কর্তারা।
পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি-১ বিনীত কুমার বলেন, “আমরা খবর পেয়েছি, একজন ব্যক্তি আহত হয়েছেন। আমরা যখন হাসপাতালে যাই, তখন দেখতে পাই তাঁকে গুলি করা হয়েছে। প্রাথমিক তদন্তে, দু’জনকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকটি টিম এটি নিয়ে কাজ করছে।” উল্লেখ্য, সোমবার সকালে রোহিতের পরিবারের সদস্যরা অক্ষরধাম-গাজিয়াবাদ সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি করছেন।