নিউজ ডেস্ক: দেড় মাসের কুম্ভ মেলা শেষ হওয়ার পর সামনে এল CPCB র আরও একটি রিপোর্ট। উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ শেষ হওয়ার পর ফের একবার পরীক্ষা করে দেখা হয় সঙ্গমের জল। আর তাতে যা সামনে এল, তা চমকে দেবে দেশকে।
কোটি কোটি মানুষের স্নানের পরও কলুষিত হয়নি পুণ্যক্ষেত্রের জল।
কুম্ভমেলার পর CPCB-এর রিপোর্ট অনুযায়ী, প্রয়াগরাজের সঙ্গমের জল স্নানের জন্য উপযুক্ত। ১০০ মিলি জলে ফিকল কলিফর্মের মাত্রা ১৭০০, যা অনুমোদিত সীমার (২৫০০) নিচে। BOD ২.৫১, DO ৮.৫, এবং pH ৮.২৩—সবই নিরাপদ মাত্রায়।
অন্যান্য ১৮টি ঘাটের জলও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মহাকুম্ভের সময়ের বিতর্কিত রিপোর্টের পর, নতুন পরীক্ষায় গঙ্গার জলকে নিরাপদ ঘোষণা করা হয়েছে।