নিউজ ডেস্ক: মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলে উঠল যাত্রীবোঝাই সরকারি বাস। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে গুরুতর জখম হয় ৪ জন যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। এনবিএসটিসি ডিপো থেকে মালবাজার গামী সরকারি বাসে এই আগুন লাগে। ঘটনার পরে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় বন্ধ ছিল যান চলাচল।
জানা গিয়েছে সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ বেরিয়ে দশটা নাগাদ ময়নাগুড়ি দুর্গাবাড়ির কাছে পৌঁছলে হঠাৎই গাড়ির ইঞ্জিনের সামনে ধোঁয়া লক্ষ্য করেন চালক। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে লেলিহান শিখা। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামানো হয়। এদিকে আতঙ্কে হুড়োহুড়ি করে কমবেশি সকলেই আগে নামার চেষ্টা করেন। যার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। জখম হন ৪ যাত্রী। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের পাশাপাশি স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল।