নিউজ ডেস্ক: বাংলাদেশির পর এবার বিহারের ভোটার। বিহারের ভোটার লিস্টেও নাম, আবার এই রাজ্যেও নাম। একটি বুথেই এমন ৯ জন বিহারের ভোটার। এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে বিহারি ভোটাররা। দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে তাঁদের নাম। অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জুড়ে।
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা-বিহার সীমান্তবর্তী মালসাবাঁধ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। সেখানে গিয়ে তালিকা খতিয়ে দেখতে জানতে পারেন, ৯ জন বিহারের ভোটার রয়েছে, সেই বুথের ভোটার তালিকায়। যাঁদের আবার বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে। এই রাজ্যেও আছে। তারপর তিনি বিষয়টি প্রশাসনকে জানান।
ঘটনার কথা সামনে আসতেই এ প্রসঙ্গে তৃণমূল নেতার দাবি গোটা গ্রামে অসংখ্য বিহারের ভোটার আছে, যাঁরা বিহার থেকে এসে এই রাজ্যেও ভোট দিয়ে যায়। অন্যদিকে বিরোধীদের দাবি, এই ভোটারদের বিহার থেকে নিয়ে আসা হয়েছে ছাপ্পা ভোটের জন্য। এখন মাত্র কয়েকজনকে দেখিয়ে নাটক করছে। একইসঙ্গে এ প্রসঙ্গে জেলা বিজেপি সাংগঠনিক কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, “সব বিহারের ভোটারদের এই রাজ্যের ভোটার তালিকায় তৃণমূলই ঢুকিয়েছে। ভোটের সময় তারা তৃণমূলকে ভোট দিতে যায়। এখন সবটা নাটক করছে। শুধু বিহার নয়, বাংলাদেশের ভোটারও আছে।”