নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি অবৈধ আতসবাজির কারখানায় জোরালো বিস্ফোরণে আহত হয়েছেন একজন। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে, বাড়িটির একটি অংশ ভেঙে গিয়েছে। চারিদিকে ইট ছড়িয়ে পড়ে থাকে। সোমবার হরিদ্বারের জ্বালাপুর এলাকায় অবৈধ বাজি তৈরির কারখানায় এই বিস্ফোরণ হয়।
স্থানীয় সূত্রের খবর, শক্তিশালী বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এবং ফরেনসিক দল বিস্ফোরণের কারণ তদন্ত করছে। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করছে পুলিশ।