নিউজ ডেস্ক: জাল নথি বানিয়ে অন্যের জমি নিজের নামে করে গ্রেফতার প্রাক্তন সদস্য তথা তৃণমূল নেতা। ঘটনাটি হাবড়া থানার ফুলতলা এলাকার। বিষয়টি সামনে আসতেই এ নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করা শুরু করেছে বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা বিপ্লব হালদার জানিয়েছেন, হাবড়ার বিধায়ক নিজেই দুর্নীতিগ্রস্ত পুলিশের শুভ বুদ্ধি হয়েছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন আইনের পথে চলবে। কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, দল তাকে প্রশ্রয় দেয় না।
জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন হাবরা কুমড়া গ্রাম পঞ্চায়েতের খারো এলাকার বরুণ দত্ত। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। তদন্ত নেমে রবিবার বিকালে জয়দেব ওঝা নামে তৃণমূল নেতাকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। অভিযোগ, ওই তৃণমূল নেতা প্রায় দেড় বিঘা জমির ৫১ শতক নিজের নামে করে দলিল করে রেকর্ড করে নেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাবড়া ফুলতলা এলাকায় একটি শরিকি জমি। তার কিছুটা অংশ প্রায় ৫১ শতক, যার মালিক হিসেবে নথিভুক্ত ছিলেন জগবন্ধু দত্ত নাম্র এক ব্যাক্তি। ১৯৯৭ সালের পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। সেই জমিই নিজের নামে করে নেওয়ার অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে।
নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তৃণমূল নেতা। সোমবার অভিযুক্ত তৃণমূল নেতাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠায় বারাসত আদালত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর বিরুদ্ধে ভারতীয় সংহিতা ধারায় ৩২৯/৩, ৩১৮/৪, ৩৩৬/২, ৩৩৮, ৩৪০/৩ ধারায় মামলা রুজু হয়েছে। যদিও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় প্রশ্ন করা হলে, তিনি এড়িয়ে যান।