নিউজ ডেস্ক: বিহারে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটল জুয়েলারি শোরুমে। সোমবার সকল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ডাকাতির ঘটনা ঘটনা আরাহ শহরের একটি জুয়েলারি শোরুমে। যদিও, পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্ত ডাকাতকে গ্রেফতার করেছে। ভোজপুর পুলিশ জানিয়েছে, বিহার পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তিনটি মোটরবাইকে করে ৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে আরা-বাবুরা থেকে দোরিগঞ্জের দিকে যেতে দেখা গিয়েছে। কিছু দূর ধাওয়া করার পর, অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালায় এবং দুই অপরাধীকে তাদের পায়ের কাছে গুলি করা হয়। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ২টি পিস্তল, ১০টি কার্তুজ, লুট করা গয়না এবং একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য একটি দল গঠন করা হয়েছে।
শোরুমের ম্যানেজার কুমার মৃত্যুঞ্জয় দাবি করেন, “সোমবার সকালে আমরা যখন দোকান খুলি তখন ডাকাতি হয়। তারা কিছুই রেখে যায়নি। সবকিছু লুট হয়ে গেছে… আমরা এখনও লুট হওয়া গয়নার পরিমাণ অনুমান করতে পারিনি।” এদিকে, প্রকাশ্য দিবালোকে এই ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।