নিউজ ডেস্ক: বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করার অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সম্প্রতি দিল্লির কোথায় কত বাংলাদেশি অবৈধ ভাবে বসবাস শুরু করেছেন, তা খুঁজতে শুরু হয় বিশেষ পুলিশি অভিযান। এরপর অভিযানে নেমে দিল্লির বিভিন্ন এলাকা থেকে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, দিল্লির সদর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই বাংলাদেশিকে এবং বাকি ৩ জনকে আউটার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, এই ৫ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করত। তাদের কাছে ভারতে বসবাসের কোনও বৈধ নথি নেই। মঙ্গলবার পুলিশের পক্ষ আরও জানানো হয়েছে, ভারতে অবৈধ নথিও তৈরি করেছিল তারা।
উল্লেখ্য, অবৈধ ভাবে দিল্লিতে বসবাস করা বাংলাদেশিদের খুঁজে বার করতে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় থেকে। নির্দেশিকা পাওয়ার পরেই দিল্লির বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয় থানাগুলির পুলিশকর্মী এবং অন্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ শুরু করে সেই দল। কোথাও কোনও অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া শুরু করে। আর তাতেই পুলিশের জালে ধরা পড়ে ৫ বাংলাদেশি নাগরিক।
প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশ থেকে যারা অবৈধ ভাবে ভারতে আসে তাদের জন্য ভুয়ো নথি তৈরি করে এমন একটি চক্রের পর্দাফাঁস করেছিল দিল্লি পুলিশ। এই চক্রের কিংপিন অনীশ এখন দিল্লি পুলিশের জালে। গ্রেফতার হয়েছে বিলাল নামের আরও এক ব্যক্তি। এই দুই মাস্টারমাইন্ডই সমস্ত পরিকল্পনা করত। কীভাবে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা হবে, তাদের ভুয়ো ডকুমেন্ট তৈরি করা হবে, সবটাই থাকত অনীশ এবং বিলালের নখদর্পণে। দিল্লি পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে উত্তর-পূর্বের মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে আনা হত বাংলাদেশিদের। ভারতে আসার পর কিছু লোককে রাখা হতো কলকাতায়। তারপর তাদের নিয়ে আসা হতো দিল্লিতে।