নিউজ ডেস্ক: দুই দিনের মরিশাস সফরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে পূর্ব আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের রাজধানী পোর্ট লুইসের বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ, মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে।
এই সফরের মূল লক্ষ্য— ভারত-মরিশাস কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করা এবং যৌথ উন্নয়নের রূপরেখা মজবুত করা। সফরের অন্যতম আকর্ষণ ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপন, যেখানে মোদী থাকবেন প্রধান অতিথির আসনে। পাশাপাশি ভারতীয় সহায়তায় নির্মিত অন্তত ২০টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।
প্রধানমন্ত্রী সফরের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মরিশাস শুধু আমাদের সমুদ্রীয় প্রতিবেশী নয়, বরং এক ঘনিষ্ঠ বন্ধু ও আস্থাভাজন অংশীদার। আমাদের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ।”
দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করাও এই সফরের অন্যতম অগ্রাধিকার। পোর্ট লুইসে ভারত নির্মিত বন্দর এবং সেখানে ভারতীয় নৌবাহিনীর সম্ভাব্য উপস্থিতি এই কৌশলগত পরিকল্পনারই অংশ।
বর্তমানে মরিশাস ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা সেখানকার উন্নয়নে অংশগ্রহণ করছে। কূটনৈতিক মহলের মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।