নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতার বাড়ি থেকে ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিষ্ণু রায়, যিনি ওই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি। পাশাপাশি তিনি স্থানীয় একটি সরকারি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী হিসেবেও নিযুক্ত। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে তাঁর বাড়ি ও কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে উদ্ধার হয় বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার, নগদ টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সময় বিষ্ণু রায়ের বাড়িতে উপস্থিত ছিলেন আরও এক ব্যক্তি, যিনি মালদহ জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, ওই যুবক মাদক সরবরাহের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। পুলিশের ধারণা, বিষ্ণু রায় শুধু মাদক ব্যবসায় যুক্ত ছিলেন না, তার মাধ্যমে আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যোগসূত্রও ছিল।
এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, তৃণমূল নেতারা সরাসরি মাদকচক্রে জড়িয়ে পড়ছেন এবং শাসকদল এসব কাজের পৃষ্ঠপোষকতা করছে। পালটা প্রতিক্রিয়ায় তৃণমূল জানিয়েছে, দল কোনও অপরাধীর পাশে নেই এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, তা হবে। অভিযুক্তদের কঠোর শাস্তি হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।এদিকে, পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহে নেমেছে। তদন্তে উঠে আসতে পারে আরও বড় চক্রের নাম।