নিউজ ডেস্ক: হোলি উৎসবের মরসুমে যাত্রীদের বর্ধিত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ১৫ জোড়া স্পেশাল ট্রেন চালাবে।
নারেঙ্গি-গোরখপুর জং-নারেঙ্গি; কাটিহার-অমৃতসর-কাটিহার; কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা; ডিব্রুগড়–নিউ জলপাইগুড়ি –ডিব্রুগড়; নিউ জলপাইগুড়ি–হাওড়া–নিউ জলপাইগুড়ি; আনন্দ বিহার টার্মিনাল–যোগবানি–আনন্দ বিহার টার্মিনাল; মুম্বই সেন্ট্রাল – কাটিহার – মুম্বই সেন্ট্রাল; শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ; চের্লাপল্লী – নাহরলগুন – চের্লাপল্লী এবং উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ – উদয়পুর সিটি এবং টাটা – কাটিহার – টাটা রুটে চলাচল করা ১৩ জোড়া ট্রেনের বিবরণ ঘোষণা করা হয়েছে।
অতিরিক্তভাবে, আরও ২ জোড়া স্পেশাল ট্রেন ডিব্রুগড় – জয়নগর – ডিব্রুগড় এবং ডিব্রুগড় – গোরখপুর – ডিব্রুগড় রুটে চালু করা হবে। স্পেশাল ট্রেন নং ০৫৯৭৪ (ডিব্রুগড় – জয়নগর) ১১ ও ১৮ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক মঙ্গলবারে ডিব্রুগড় থেকে ০৫:২০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৪:১০ ঘণ্টায় জয়নগর পৌঁছবে।
একইভাবে, স্পেশাল ট্রেন নং ০৫৯৭৩ (জয়নগর – ডিব্রুগড়) ১২ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বুধবারে জয়নগর থেকে ১৫:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:৩০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। ট্রেন দুটি ওপরে উল্লেখ করা তারিখ হিসেবে মাত্র দুই ট্রিপের জন্য চলবে।
স্পেশাল ট্রেন নং ০৫৯৭৮ (ডিব্রুগড় – গোরখপুর) ১২ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বুধবারে ডিব্রুগড় থেকে ০৯:১০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৯:০০ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং ০৫৯৭৭ (গোরখপুর – ডিব্রুগড়) ১৩ ও ২০ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বৃহস্পতিবারে গোরখপুর থেকে ২১:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৩০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে।