নিউজ ডেস্ক: পাকিস্তানের বোলানে জাফর এক্সপ্রেসে অপহরণের দায় শিকার করল বালোচ লিবারেশন আর্মি(বিএলএ)। জানা যাচ্ছে ১২০ জন যাত্রীকে অপহরণ করা হয়েছে। এছাড়াও ৬ জন পাক সেনাকে কর্মীকে হত্যা করেছে বালোচ লিবারেশন আর্মি । বিএলএ –এর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যে কোনও সামরিক অভিযান হলে অপহৃতদের মেরে ফেলা হবে। প্রসঙ্গত, কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। ট্রেনে ছিল ৪০০ জন যাত্রী। যাদের মধ্যে পণবন্দী হয়েছেন ১২০-এর বেশি যাত্রী।