নিউজ ডেস্ক: শিলিগুড়িতে চলন্ত অবস্থায় আচমকাই আগুন লেগে গেল পুলকারে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেবীডাঙ্গায়। আগুন লাগার বিষয়টি টের পেতেই গাড়ি থামিয়ে দেন চালক। এরপরই তড়িঘড়ি করে তিনি পুলকারে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের নামিয়ে ফেলেন। গাড়িতে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে চালক এবং স্থানীয়রা মিলেই গাড়ির আগুন নেভানোর চেষ্টা করেন।
এরপরই দমকল বিভাগ ও প্রধাননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন চালক সহ ওই পুলকারে থাকা পড়ুয়ারা। অল্পের জন্য প্রাণে বাঁচে ১৪ জন স্কুল পড়ুয়া। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। সেই সময় দেবীডাঙার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। যদিও গাড়িতে থাকা স্কুলছাত্রদের কোনও ক্ষতি হয়নি।