নিউজ ডেস্ক: দোল পূর্ণিমার আগেই বিশ্বভারতীতে উদযাপিত হল চিরাচরিত বসন্তোৎসব। মঙ্গলবার ভোরে বৈতালিক এবং সকালে অনুষ্ঠানের মাধ্যমে মূল উৎসবের সূচনা হয়। তবে এবছর বিশ্বভারতী কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভিতরে আবির বা রঙ খেলার অনুমতি দেয়নি। এই সিদ্ধান্তে কিছুটা আক্ষেপ থাকলেও পড়ুয়ারা প্রাণখোলা উদ্দীপনায় উৎসবে অংশ নেন। তবে অনেক পড়ুয়াকেই ক্যাম্পাসের বাইরে আবির খেলতে দেখা গিয়েছে এদিন। ঐতিহ্যবাহী পরিবেশনা, গান ও নৃত্যের মাধ্যমে দোলের আবহ প্রাণবন্ত হয়ে ওঠে।
অন্যদিকে, শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় স্থানীয় উদ্যোগে বসন্ত উৎসব পালিত হচ্ছে বেশ কয়েক বছর ধরে। রতনপল্লী, জামবুনি, শ্রীনিকেতন, কঙ্কালীতলা সতীপীঠ-সহ অন্যান্য এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়।