নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার বনগাঁ হাসপাতাল চত্বরে পুরসভা পরিচালিত শৌচালয় থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহিলার নাম চপলা হাজরা (৪২)। মঙ্গলবার রাতে নাতিকে হাসপাতালে ভর্তি করেন ওই মহিলা। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বুধবার সকালে মৃতদেহ উদ্ধার হয়।
ওই মহিলার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। পরিবার সূত্রের খবর, মঙ্গলবার রাতে নাতিকে হাসপাতালে ভর্তি করেন ওই মহিলা। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বুধবার সকালে শৌচালয় থেকে মহিলার দেহ উদ্ধার হয়।