নিউজ ডেস্ক: অভিবাসন ও বিদেশী বিল ২০২৫ পেশ করল কেন্দ্রীয় সরকার। এই বিল অনুসারে, যদি কেউ অবৈধভাবে কোনও বিদেশীকে দেশে আনে, তাকে সেখানে থাকতে বা বসতি স্থাপন করতে বাধ্য করে, তাহলে তাকে ৩ বছরের কারাদণ্ড বা ৩ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। বিলটি উপস্থাপনের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন যে আমরা কাউকে থামানোর জন্য এই বিলটি আনিনি, তবে এখানে আসা মানুষদের এখানকার আইন-শৃঙ্খলা মেনে চলতে উৎসাহিত করা হবে। এই বিলটি আইনে পরিণত হলে, চারটি পুরনো আইন বাতিল হয়ে যাবে। এই আইনগুলির মধ্যে রয়েছে ১৯৪৬ সালের বিদেশী আইন, ১৯২০ সালের পাসপোর্ট আইন, ১৯৩৯ সালের বিদেশী নিবন্ধন আইন এবং ২০০০ সালের অভিবাসন আইন।
অভিবাসন ও বিদেশী বিল ২০২৫
অবৈধভাবে কোনও বিদেশীকে দেশে আনে
সেখানে থাকতে বা বসতি স্থাপন করতে বাধ্য করে
তাহলে তাকে ৩ বছরের কারাদণ্ড
৩ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত
আমরা কাউকে থামানোর জন্য এই বিলটি আনিনি
চারটি পুরনো আইন বাতিল হয়ে যাবে
১৯৪৬ সালের বিদেশী আইন
১৯২০ সালের পাসপোর্ট আইন
১৯৩৯ সালের বিদেশী নিবন্ধন আইন
২০০০ সালের অভিবাসন আইন