নিউজ ডেস্ক: এবার ভারতের প্রত্যন্ত অঞ্চলেও মিলতে চলেছে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট। মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর স্টারলিঙ্ক পরিষেবা আনতে রিলায়্যান্স জিয়ো বড় পদক্ষেপ নিল। এয়ারটেলের ঘোষণার পরপরই জিয়ো জানিয়েছে, তারা স্টারলিঙ্কের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্ব ভারতের ডিজিটাল পরিকাঠামোকে আরও দৃঢ় করতে পারে বলে মনে করা হচ্ছে।
জিয়ো জানিয়েছে, স্টারলিঙ্কের সাহায্যে তারা জিয়ো এয়ারফাইবার ও জিয়ো ফাইবার পরিষেবাকে আরও কার্যকরভাবে সম্পূর্ণ করবে। পরিষেবা অনলাইন ও অফলাইন স্টোরে সহজলভ্য হবে। স্টারলিঙ্কের স্যাটেলাইটের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ও সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে স্পেসএক্স ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রের আবেদন জানিয়েছে।
জিয়োর মতে, ব্যবহারকারীর সংখ্যা ও পরিষেবার বিস্তার অনুযায়ী দুই সংস্থার এই অংশীদারিত্ব ঐতিহাসিক। স্টারলিঙ্ক বিশ্বে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার শীর্ষে, আর জিয়ো বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটরদের মধ্যে অন্যতম।
স্পেসএক্স প্রেসিডেন্ট গুইন শটওয়েল বলেছেন, “ভারতের বাজারে জিয়োর সঙ্গে কাজ করে কোটি কোটি মানুষের কাছে দ্রুত ইন্টারনেট পৌঁছাতে আমরা আগ্রহী।”
এই চুক্তি ভারতীয় ডিজিটাল রূপান্তরে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশা করছে প্রযুক্তি মহল।