নিউজ ডেস্ক: যোগ হল আরও ৫ টি বিষয়। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই অতিরিক্ত বিষয় যোগ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৫-’২৬ শিক্ষাবর্ষ থেকে এগুলি কার্যকর হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে মোট পাঁচটি বিষয় পড়ানো হবে। ইতিমধ্যেই পাঁচটি বিষয়ের পাঠ্যক্রম প্রকাশ হয়েছে। পাঠ্যক্রম অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস এই ৫ টি বিষয় পড়ানো হবে। হবে ৪ টি সেমিস্টার। প্রতিটি বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট ওয়ার্কও যুক্ত হবে।