নিউজ ডেস্ক: ১৩ মার্চ পর্যন্ত যাদবপুরে যে কোনও রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নিষেধাজ্ঞাই এবার তুলে নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের বক্তব্য, রায়ের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না। এখন থেকে কোনও সংগঠন কিছু করতে চাইলে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন আবেদন শুনে বিবেচনা করবে অনুমতির ব্যাপারে।
বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এলাকায় রাজনৈতিক কর্মসূচি করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছিল। এখন তা প্রত্যাহার করা হল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। আহত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুই পড়ুয়াও জখম হন। বিশ্ববিদ্যালয়ে ‘নৈরাজ্য’ চলছে বলে অভিযোগ তুলে তার প্রতিবাদে মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তারা আদালতে জানিয়েছিল, রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করবেন বিরোধী দলনেতা। রাজ্যের আইনজীবী ওই কর্মসূচি নিয়ে আপত্তি জানান। কোনও গন্ডগোল হলে তার দায় কে নেবে, এই মর্মে সওয়াল করেছিলেন রাজ্যের আইনজীবী।
সেই মামলাতেই বিচারপতি ঘোষ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে ১৩ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বিচারপতি বলেছিলেন, ‘‘আদালত কোনও বেআইনি কাজকে সমর্থন করে না। এই সময়ে যাদবপুরেই কেন কর্মসূচি করতে হবে। অন্যত্র করুন। রাজ্যকে বলব, পুলিশ অফিসারদের বলুন সেখানে যাতে কাউকে অনুমতি না দেওয়া হয়।’’ বুধবার সেই নির্দেশই প্রত্যাহার করা হল।