নিউজ ডেস্ক: রঙের উৎসব হোলি সামনে রেখে উত্তর প্রদেশের সম্ভল জেলায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে জেলা প্রশাসন। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের লক্ষ্যে সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া একগুচ্ছ নিরাপত্তা পদক্ষেপের কথা জানিয়েছেন।
জেলাশাসক জানিয়েছেন, হোলির দিন ১৬টি মেলার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই মেলাগুলিকে ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি গ্রাম ও শহরাঞ্চলে শান্তি কমিটির বৈঠক হয়েছে। জেলা পর্যায়েও দুটি উচ্চপর্যায়ের বৈঠক করে নিরাপত্তা রূপরেখা নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তার জন্য ২৭টি দ্রুত প্রতিক্রিয়া টিম (QRT) গঠন করা হয়েছে। পুরো জেলাকে ৬টি জোন ও ২৯টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার মোতায়েন থাকবেন। এছাড়া প্রতিটি থানার এসএইচও ও ম্যাজিস্ট্রেটদের হটস্পট এলাকাগুলিতে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন হয়েছে পিএসি ব্যাটালিয়ন। নজরদারির জন্য শহরজুড়ে বসানো হয়েছে ২৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি পৌরসভার সহায়তায় প্রতিটি মেলায় ১০০-১৫০টি অতিরিক্ত ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, উৎসব চলাকালীন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হোলি যাতে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ও আনন্দময় হয়, তার জন্যই এই কঠোর নিরাপত্তা পরিকল্পনা।