নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হিন্দু বিরোধী আখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেছেন, “একের পর এক, রাজ্য জুড়ে একই রকম ঘটনা ঘটছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রকাশ্যে ভূমি জিহাদ চালানো হচ্ছে।”
সুকান্ত মজুমদার আরও বলেছেন, “তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা সামান্য টাকার বিনিময়ে মানুষকে তাঁদের জমি ছেড়ে দিতে বাধ্য করছেন। এই সরকার হিন্দু বিরোধী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মেরুকরণ চান।”