নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের রামগড় জেলার কারাগারে বন্দিদের মোবাইল ফোন ব্যবহারের খবর পেয়ে পুলিশ তৎপর হয়ে ওঠে। মঙ্গলবার রাতে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা রামগড় কারাগারে অভিযান চালান। হঠাৎ এই অভিযানে বন্দিদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্দিরা তাড়াহুড়ো করে টাকা এবং কিছু নেশার সামগ্রী লুকিয়ে ফেলে। তবে তল্লাশিতে সমস্ত সামগ্রী উদ্ধার হয়।
তল্লাশিতে রান্নাঘর থেকে তামাক, তাসের বাক্সে রাখা ৮৯০০ টাকা এবং বেশ কিছু ফোন নম্বর পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।