নিউজ ডেস্ক: বিষ্ণুপুরে জলে ডুবে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে বিষ্ণুপুর লালবাঁধের জলাশয় থেকে সৌমেন ঘোষের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সৌমেন মঙ্গলবার রসায়ন পরীক্ষা দিয়ে বিষ্ণুপুর শহরে বাড়িতে ফিরেছিল। এরপর বিকেলে জেরক্স করার নাম করে সাইকেল নিয়ে সে বেরিয়ে পড়ে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরিবারের লোকজন বিষ্ণুপুর থানায় খবর দেন। পরে বিষ্ণুপুর লালবাঁধের পাড়ে সৌমেনের সাইকেল ও তার জামাকাপড় পড়ে থাকতে দেখে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। স্পিড বোট নিয়ে তল্লাশি চালিয়ে লালবাঁধের জল থেকে সৌমেনের দেহ উদ্ধার করা হয়।
সৌমেনের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সৌমেনের শিক্ষক পিরুমোহন কুন্ডু জানান, সৌমেন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। রসায়ন পরীক্ষা দিয়ে সে বাড়ি ফিরে মাকে জানিয়েছিল যে পরীক্ষা ভালো হয়েছে। এক প্রতিবেশী যুবকও জানান, পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে সৌমেন খাওয়াদাওয়া সেরে মাকে জানিয়ে জেরক্স করতে বেরিয়ে গিয়েছিল।