নিউজ ডেস্ক:কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দক্ষিণ কলকাতার হাজরার একটি পরিত্যক্ত বাড়ির একাংশে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের অদূরে, জনবহুল এলাকায় আগুন লাগার এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। বৃহস্পতিবার ভোরে এই আগুন লাগে।
আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশও। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং কেউ এই বাড়িতে বসবাস করত না। তাই পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকতে বেশ সমস্যা হয় দমকলকর্মীদের। কারণ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেষমেশ ওই বাড়ির জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।
তবে, আগুন নিয়ন্ত্রণে আসা সত্ত্বেও ক্ষতির পরিমাণ অনেক বেশি। একাধিক ঘর পুড়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকজন। বিষয়টি নিয়ে স্থানীয়রা দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে পরিত্যক্ত ওই বাড়িতে আগুন কীভাবে লাগল, তা নিয়েই রহস্য তৈরি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন কোনো বৈদ্যুতিক ত্রুটির কারণে লেগেছে। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শহরের নানা জায়গায় এইরকম পরিত্যক্ত বাড়ি বা ভবনের সংখ্যা দিনে দিনে বেড়েছে। অনেক পুরনো বাড়ি, যা বহুদিন ধরে অব্যবহৃত, সেগুলিতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। দমকল বিভাগের পক্ষ থেকে বারবার সতর্কতা দেওয়া হয়েছে, কিন্তু এসব বাড়ি নিয়ে কিছুই করা হয়নি। স্থানীয় প্রশাসন যদি এগিয়ে না আসে, তবে ভবিষ্যতে আরও বড় অগ্নিকাণ্ডের আশঙ্কা থেকেই যাবে।