নিউজ ডেস্ক: রাজস্থানের জয়সলমেরে ভারত-পাকিস্তান সীমান্তে রঙের উৎসবে মেতে উঠলেন বিএসএফ কর্মীরা। ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন বিএসএফ সদস্যরা শুক্রবার হোলি উৎসবের আগেই বৃহস্পতিবার রঙের উৎসবে শামিল হন। একে-ওপরের মুখে আবির মাখিয়ে দেন। পাশাপাশি নাচ-গানও করেন বিএসএফ জওয়ানরা।
ডিআইজি বিএসএফ সেক্টর নর্থ যোগেন্দ্র সিং রাঠোর বলেছেন, “হোলি উপলক্ষে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। সীমান্ত রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব, আমাদের সৈন্যরা উৎসবের সময়ও পূর্ণ উৎসাহের সঙ্গে নিজেদের কর্তব্য পালনে কোনও দ্বিধা করে না।” মহিলা বিএসএফ জওয়ান সঞ্জু বলেন, “সকলকে হোলির শুভেচ্ছা, আমি সবাইকে বলতে চাই উৎসাহের সঙ্গে হোলি উদযাপন করুন এবং শান্তিতে ঘুমান, কারণ আমরা সীমান্তে মোতায়েন আছি এবং দেশকে পাহারা দিচ্ছি… বিএসএফও একটি পরিবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সত্ত্বেও, আমরা একসঙ্গে পরিবারের মতো উদযাপন করি। সদর দফতর থেকে ‘গুলাল’ এবং মিষ্টি পাঠানো হয়েছিল, আমরা এখানে প্রতিটি উৎসব উৎসাহ এবং আনন্দের সঙ্গে উদযাপন করি।”