নিউজ ডেস্ক: অপরাধীকে ধরতে গিয়ে বিহারে খুন হলেন এক এএসআই। নিহত এএসআই-এর নাম রাজীব রঞ্জন। পুলিশ জানিয়েছে, এক অপরাধীকে গ্রেফতার করতে গিয়ে এএসআই রাজীব রঞ্জন মারা গিয়েছেন। ওই এএসআই-কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বুধবার রাতে কুখ্যাত এক অপরাধীকে গ্রেফতার করতে গিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। সেই সময় কয়েকজন তাকে ঘিরে ফেলে, এই সময় পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যাতে এএসআই-এর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে ডিএসপি ফোর্বসগঞ্জ মুকেশ কুমার সাহা বলেছেন, “আমরা খবর পাই, অপরাধী আনমোল যাদব একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে, কিন্তু স্থানীয় গ্রামবাসীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং তারা আনমোল যাদবকে পালিয়ে যেতে সাহায্য করে। ধস্তাধস্তির সময় এএসআই বিজয় কুমার পড়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৩-৪ জনকে আটক করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।” আরারিয়ার এসপি অঞ্জনি কুমার জানিয়েছেন, অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।