নিউজ ডেস্ক: সন্দেশখালির একদা প্রভাবশালী নেতা শেখ শাহজাহান এবার আরও বড় বিপদের মুখে। এবার তাঁর বিলাসবহুল জীবনযাত্রার ওপর কোপ বসাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে জানা গেছে, শাহজাহানের তিনটি উচ্চমূল্যের এসইউভি গাড়ি নিলামে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই আদালতে এই বিষয়ে আবেদনও করা হয়েছে। প্রায় ১ কোটি টাকা মূল্যের তিনটি গাড়ির মধ্যে একটি শাহজাহানের নিজের নামে, একটি তাঁর ভাই শেখ আলমগীরের নামে এবং তৃতীয়টি একটি পাঞ্জাবের সংস্থার নামে রেজিস্টার্ড। সব গাড়িই বর্তমানে রাখা রয়েছে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে।
শুধু গাড়ি নয়, শাহজাহানের অন্যান্য সম্পত্তির দিকেও নজর রয়েছে ইডির। ভবিষ্যতে সেগুলিও নিলামে তোলার পরিকল্পনা রয়েছে। সন্দেশখালির ঘটনাপরম্পরায় শাহজাহানের বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে তদন্তকারীরা—অর্থ, জমি, ব্যবসায়িক মালপত্তর—সবকিছুই এখন নজরদারিতে।
এক সময় গ্রামে ভয় এবং সন্ত্রাসের প্রতীক ছিলেন শাহজাহান। তাঁর বিরুদ্ধে জমি দখল, ধর্ষণ, শারীরিক নিগ্রহ-সহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি ফের ধর্ষণের অভিযোগ সামনে আসায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় মহিলারা লাঠি-ঝাঁটা হাতে পথে নামেন। গ্রামীণ মানুষদের মধ্যে ক্ষোভ চরমে।
ইডির সাম্প্রতিক পদক্ষেপে এটা স্পষ্ট, এবার শুধুই রাজনৈতিক নয়—আর্থিকভাবেও কোণঠাসা করা হচ্ছে শেখ শাহজাহানকে। তদন্তকারী সংস্থা মনে করছে, সম্পদ বাজেয়াপ্ত করে তাঁর প্রভাব খর্ব করাই এখন মূল লক্ষ্য।