নিউজ ডেস্ক: রঙের উৎসব হোলিকে ঘিরে উত্তর প্রদেশে সজাগ পুলিশ ও প্রশাসন। উত্তর প্রদেশের সম্ভল, আলিগড়, বরেলি সর্বত্রই সজাগ রয়েছে পুলিশ। এদিকে, হোলির আগে আলিগড় ও বরেলিতে প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন মসজিদ। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, হোলি উৎসবের আগে মসজিদগুলিকে ঢেকে দেওয়া হয়েছে।
সম্ভলে সম্প্রতি খুলেছে খাগ্গু সরাইয়ের শিব হনুমান মন্দির, বৃহস্পতিবার সেখানে রঙের উৎসবে শামিল হন বহু মানুষ। ওই এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এএসপি (সম্ভল) শ্রীশ চন্দ্র বলেন, “খাগ্গু সরাইয়ের শিব-হনুমান মন্দিরে পরিস্থিতি শান্তিপূর্ণ। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে মানুষ উৎসাহের সঙ্গে হোলি খেলছে। এখানে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”