নিউজ ডেস্ক: শিলিগুড়ির ট্রাফিক পুলিশ এক স্কুটি চোরকে ধরেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবর্ণ ঘোষ চার্চ রোড এলাকায় তাঁর স্কুটি রেখে কাজে বেরিয়েছিলেন। কাজ শেষ করে ফিরে এসে দেখেন তাঁর স্কুটিটি নেই। তিনি প্রধান নগর থানায় অভিযোগ জানান।
এদিকে, দার্জিলিং মোড় ট্রাফিক পয়েন্টে নাকা চেকিংয়ের সময় এক সন্দেহভাজন স্কুটিআরোহী ধরা পড়ে। ট্রাফিক পুলিশ স্কুটির নম্বর থেকে গাড়ির আসল মালিকের খোঁজ পেয়ে ফোনে কথা বললে জানা যায় স্কুটিটি চুরি গেছে। এরপর ট্রাফিক পুলিশ স্কুটি চোরকে আটক করে প্রধান নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।