নিউজ ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে পুতিনের মন্তব্য, মোদীকে বিশেষ ধন্যবাদ
রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রস্তাবে সম্মতি জানালেও তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন ভ্লাদিমির পুতিন। তবে শান্তি আলোচনায় মনোযোগ দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন বিশ্বনেতাদের, যার মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। পুতিন বলেন, “ভারতের প্রধানমন্ত্রী, চিন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা এই বিষয়ে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ।” ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ভারত ভারসাম্যের কূটনীতি বজায় রেখেছে। সম্প্রতি মোদী ট্রাম্পকে বলেন, “ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে।” এই আবহে পুতিনের মন্তব্যকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।