নিউজ ডেস্ক: তামিলনাড়ু সরকারের বাজেট নথিতে জাতীয় টাকার চিহ্ন বদলের সিদ্ধান্ত নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সরাসরি এই পদক্ষেপকে বিচ্ছিন্নতাবাদকে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন। বিজেপির মতে, ডিএমকে সরকার ইচ্ছাকৃতভাবে ভারতের ঐক্যে আঘাত হানতে চাইছে। তবে বিতর্ক সত্ত্বেও সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিনের প্রশাসন।
শুক্রবার বিধানসভায় তামিলনাড়ুর বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী স্ট্যালিন এক্স হ্যান্ডেলে বাজেট নথির ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, প্রচলিত টাকার চিহ্ন (₹) বাদ দিয়ে তামিল হরফের ‘রু’-এর আদলে নতুন একটি প্রতীক ব্যবহার করা হয়েছে। রাজ্যের একজন সরকারি আধিকারিকের দাবি, দেবনাগরীর বদলে এবার তামিল হরফকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র নারায়ণ তিরুপতি বলেন, “টাকার জাতীয় চিহ্ন এইভাবে বদলে ফেলা যায় না। এটি তামিলনাড়ুকে ভারতের থেকে পৃথক হিসেবে দেখানোর চেষ্টা।” তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই একে ‘নির্বুদ্ধিতা’ বলে কটাক্ষ করেছেন। তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেত্রীও এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন। তিনি লেখেন, “স্ট্যালিন সরকারের এই সিদ্ধান্ত ভয়ংকর মানসিকতার পরিচয়। আঞ্চলিক গরিমার নামে ভারতের ঐক্য দুর্বল করা হচ্ছে। এটি একপ্রকার বিচ্ছিন্নতাবাদের ইঙ্গিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, ২০১০ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যখন বর্তমান টাকার চিহ্ন গ্রহণ করেছিল, তখন ডিএমকে কেন বিরোধিতা করেনি?
এই বিতর্কের মধ্যেও ডিএমকে তাদের অবস্থান বদলানোর ইঙ্গিত দেয়নি। দলের মুখপাত্র সাভরানন আন্নাদুরাই বলেছেন, “আমরা এবার তামিল ভাষাকে গুরুত্ব দিচ্ছি। এটা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ।”
বিতর্ক চললেও তামিলনাড়ু সরকার স্পষ্ট জানিয়েছে, রাজ্যের বাজেট নথিতে নতুন চিহ্ন ব্যবহার অব্যাহত থাকবে। তবে কেন্দ্রের প্রতিক্রিয়া এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।