নিউজ ডেস্ক: রবিবার বনদপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে সোনাঝুরি হাট এলাকায় রং খেলার ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এলাকায় নিষেধাজ্ঞা সম্পর্কিত ব্যানার ও পোস্টারও দেখা যায়। তবে পরে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শান্তিনিকেতন ও বোলপুরের যেকোনো জায়গায় রং খেলা যাবে। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাণা মুখোপাধ্যায় বলেন, “শান্তিনিকেতন-বোলপুরের যে কোনো জায়গায় মানুষ দোল উৎসবে অংশ নিতে পারেন।” প্রশাসনের এই ঘোষণার পর উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা, সোনাঝুরি হাটেও দোলের আনন্দ উপভোগ করতে দেখা গেছে সবাইকে।