নিউজ ডেস্ক: বিহারের পূর্ণিয়া জেলায় দুষ্কৃতী ধরতে গিয়ে গ্রামবাসীদের হামলায় প্রাণ হারালেন এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর। নিহত অফিসারের নাম রাজীব কুমার। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে, ফুলকাহা থানার নেতৃত্বে পুলিশ লক্ষ্মীপুর গ্রামে তল্লাশি অভিযানে যায়। গ্রামে পুলিশ ঢোকার খবর পেতেই গ্রামবাসীরা পথ অবরোধ করে বাধা দেন। অভিযোগ, আচমকাই একদল স্থানীয় বাসিন্দা পুলিশকে ঘিরে লাঠি-ইট নিয়ে হামলা চালায়। এএসআই রাজীবকে একা পেয়ে বেধড়ক মারধর করা হয় এবং পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়া হয়। আহত রাজীবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।