নিউজ ডেস্ক: বালোচিস্তানের ট্রেনে জঙ্গি হামলার পরেই চিরাচরিত ভঙ্গিতে ভারতের দিকে অভিযোগের তির ছুড়েছিল পাকিস্তান। নয়াদিল্লির বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগ তোলে ইসলামাবাদ। তবে এবার আর চুপ থাকেনি ভারত। সাফ জানিয়ে দিল, এসব ভিত্তিহীন অভিযোগের কোনো মানেই হয় না।
শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল স্পষ্ট ভাষায় বলেন,”আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ খারিজ করছি।” এর পরেই কটাক্ষ করে বলেন, “গোটা বিশ্ব জানে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসের আঁতুরঘর কোথায় রয়েছে।” পাকিস্তানকে আত্মসমালোচনার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকানো উচিত। নিজেদের ব্যর্থতা ঢাকতে না-চেয়ে অভ্যন্তরীণ সমস্যার সমাধানে মন দিক ইসলামাবাদ।”
দীর্ঘদিন ধরেই পাকিস্তান ভারতকে বালোচ বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি বালোচিস্তানে জ়াফর এক্সপ্রেস অপহরণ করে হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি (BLA)। এরপরই পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র সফকাত আলি খান দাবি করেন, ভারতই নেপথ্যে থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে ইন্ধন জোগাচ্ছে।
এখানেই শেষ নয়! পাকিস্তানের দাবি, আফগানিস্তান থেকে এই হামলা পরিচালনা করা হয়েছে, এবং ভারতের সংবাদমাধ্যম নাকি বিএলএ-কে ‘মহিমান্বিত’ করছে!
তবে পাকিস্তানের এহেন অভিযোগ মানতে নারাজ আফগান তালিবানরাও। ইসলামাবাদের দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তালিবান স্পষ্ট জানিয়ে দিয়েছে, “দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না-করে পাকিস্তান বরং নিজের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করুক।”
এবার ভারতের পাল্টা জবাবে স্পষ্ট—সন্ত্রাসবাদের প্রসঙ্গে পাকিস্তানের কথায় আর কান দেবে না বিশ্ব, বরং ইসলামাবাদই এখন আন্তর্জাতিক মহলের আঙুলের নিশানা।